আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাঁচ তারকা হোটেলের নাম শুনে থাকি, তবে এবার আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি পাঁচ তারকা হোটেলের পরিচয় তুলে ধরা হল। “পানির নিচে ভাসমান পাঁচ তারকা হোটেল” যেটি আফ্রিকার দেশ তানজানিয়াতে তৈরি করা হয়েছে। হোটলেটির চার পাশে রয়েছে মাছ ও পানির আবাহ এবং প্রবাল প্রাচীর। মোট কথায় বলা চলে যে, সমুদ্রপ্রেমীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করল আফ্রিকা।
আফ্রিকাতে পানির নীচে তৈরি হওয়া এটিই প্রথম বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। এই রিসোর্টের নাম দি মান্তা রিসোর্ট ।
এ হোটেল ডিজাইন করেছেন দি আটার ঈন নামের সুইডিশ প্রতিষ্ঠান যারা একই ধরণের আরেকটি ভাসমান হোটেল সুইডেনে তৈরি করেছেন। রিসোর্টি নিকটবর্তী সমুদ্র তীর হতে প্রায় ২৫০ মিটার বা ৮০০ ফুট দূরে যার পানির নীচে ৪০ ফুট স্হাপনায় আছে ১৭ টি কক্ষ।
হোটেলটির সব চেয়ে মজার বিষয় হচ্ছে এর পানির নিচের বেড রুম সমূহ এসব বেড রুম থেকে আপনি রাতের সুমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। একই সাথে চাঁদের আলো সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়ে কাঁচ দিয়ে প্রবেশ করবে আপনার বিছানায় ফলে এটি যে কারোর জন্য একটি অসাধারণ অনুভূতি বলা চলে।
এই হোটেলে দুই জনের জন্য এক রাত থাকতে খরচ হবে ১৫০০ ডলার বাংলাদেশি টাকায় ১,১৫,৫০০ (প্রায়) এবং একজনের জন্য ৯০০ ডলার বা বাংলাদেশি টাকায় ৬৯,৩০০ (প্রায়)।