চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এখন আর আগের মতো মানুষের ভিড় নেই।
শুটিংয়ের ফ্লোরগুলো ফাঁকা পড়ে আছে। নেই শুটিংয়ের কোলাহল। পরিচালক, শিল্পী ও সংশ্লিষ্টের আনাগোনা বন্ধ বললেই চলে।
করোনার কারণে সবকিছু যেন থমকে গেছে।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমার শুটিংয়ের অনুমতি দেয় চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো।
তবে এখনই নতুন সিনেমার শুটিং শুরুতে আগ্রহ নেই নির্মাতাদের। এফডিসিতে হাতেগোনা কয়েকটি সিনেমার শুটিং হলেও তা ছিল খুব ছোট পরিসরে, কয়েকদিনের জন্য।
তারকাদের দেখার আশায় এফডিসির ফটকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যেত নিয়মিত। কিন্তু করোনাকালে এখন আর তাদের ভিড় নেই।