বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন

Jun-12, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সাক্ষাতকার

বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ও বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করার দৃঢ় প্রতিবদ্ধ “বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন”

বিদেশী পর্যটকদের দেশের অভ্যন্তরে মান সম্মত এবং আকর্ষণীয় ভ্রমণ ব্যবস্থা যেসকল ট্যুর অপারেটর করে থাকেন তাদেরকে ইনবাউন্ড ট্যুর অপারেটর বলে।

এসকল ইনবাউন্ড ট্যুর অপারেটরদের আরো সুসংহত করে কিভাবে পর্যটন শিল্পকে আরো আকর্ষণ করে পৃথিবীর বুকে তুলে ধরা যায় এবং বাংলাদেশকে বিশ্বের মধ্যে আকর্ষণীয় পর্যটন দেশ হিসেবে পরিচয় করা যায় সেই লক্ষ্যে ২০১২ সালের ৩১ ডিসেম্বর, “বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন” নামে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়।

ইতিমধ্যেই এ এসোসিয়েশনে ৬০ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। “বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন” প্রধান জনাব রেজাউল একরাম জনান, “ ট্যুরিজম অপারেটরদের স্বার্থ সংরক্ষণ, দেশের পজিটিভ ইমেজ তুলে ধরা, এবং পর্যটন শিল্পের বিকাশে সরকারের সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্যে এ সংগঠন কাজ করতে অঙ্গীকার বদ্ধ।”

আগামী ১৪ তারিখ শুক্রবার সাত ঘটিকায় “বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রী, জনাব এমপি ফারুখ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো থাকবেন বিভিন্ন দেশের এম্বাসিডর, ট্যুর অপারেটর, এয়ারলাইন্স কোম্পানি ও পর্যটন শিল্প সম্পৃক্ত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে পরিচালক বৃন্দের পরিচিতি উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। রাত্রিকালীন ভোজনের ব্যবস্থাও করা হয়েছে।

দেশের পর্যটন খাতের উন্নয়ন করাই এ সংগঠনের প্রথম ও মূল লক্ষ্য, বলেন তিনি। রেজাউল একরাম বাংলাদেশ ট্যুরিজম খাতের উন্নয়নে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। “বাংলাদেশ ফাউন্ডেশন অব ট্যুরিজম ডেভেলপমেন্ট” এর সি.ই.ও হিসেবে রেজাউল একরাম দায়িত্ব পালন করছেন।

নাজমুল হাসান, সহযোগী সহকারী সম্পাদক

বিডিট্রাভেলনিউজ.কম;

 

Related Post