আবারও ঘোড়ার জিনে রানি দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসর ক্যাসলের বাইরে একটি পনিতে সওয়ার হতে দেখা গেল তাকে। কোভিড-১৯ পরিস্থিতির এক পর্যায়ে এই প্রাসাদে আধা-বিচ্ছিন্ন অবস্থায় থাকছিলেন তিনি।
রানির ঘোড়ায় চড়ার ছবিটি সামাজিক যোগাযোগ রবিবার শেয়ার করে বাকিংহাম প্যালেস।
৯৪ বছরের এলিজাবেথ ১৪ বছর বয়সী ঘোড়ায় চড়ে কোয়ারেন্টাইন পর্বের পর প্রথমবার আন-অফিসিয়াল মেজাজে হাজির হলেন। পরেছেন জ্যাকেট, লম্বা প্যান্ট ও জুতা। মাথায় জড়িয়েছেন রঙিন স্কার্ফ। তবে মাথায় ছিল না হেলমেট।
সর্বশেষ ১০ সপ্তাহ স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে বাড়িতেই ছিলেন রানি। এর মাঝে ২১ এপ্রিল খুবই ছোট পরিসরে জন্মদিন পালন করেন। এ সময় উচ্চ-প্রযুক্তির ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের কিছু সদস্য উদযাপনে অংশ নেয়।
রানি দ্বিতীয় এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা শাসনকর্তা। ৬৮ বছর ধরে মাথায় মুকুট পরা এই রানির নিত্যদিনের রুটিনের মধ্যে রয়েছে ঘোড়ায় চড়া। মহামারী সত্ত্বেও এই অভ্যাসে খুব একটা ছেদ পড়েনি।