সব যোগাযোগ বন্ধ করছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া

Jun-09, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই কোরিয়ার সম্পর্ক। দক্ষিণ কোরিয়া থেকে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ছড়ানোর জেরে তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে উত্তর কোরিয়া।

তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে উত্তর কোরিয়া।

কেসিএনএ এক প্রতিবেদনে লিখেছে, ৯ জুন বিকেল থেকে পিয়ংইয়ং ‘উত্তর-দক্ষিণের লিয়াজো অফিসের মাধ্যমে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের যে যোগাযোগ হতো তা বন্ধ করে দেবে এবং একেবারেই সব সম্পর্ক ছিন্ন করবে।’ সংকট নিরসনে সীমান্তে ২০১৮ সালে স্থাপিত লিয়াজো অফিসের মাধ্যমে দিনে দুইবার ফোনালাপ হতো দুই দেশের।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার দেশত্যাগীদের বেলুনে করে লিফলেট পাঠানো বন্ধে সিউলের ব্যর্থতায় কিম জং উনের বোন কিম জো ইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে আসছিলেন। 

Related Post