SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

মা হারালেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান

Jun-19, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক খেলাধুলা

পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে হারিয়ে ফেললেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান।

বৃহস্পতিবারসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনিই মা হারানোর খবরটি নিশ্চিত করেছেন।

রশিদ খানের মা অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই।

আফগানিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা এই লেগস্পিনার গত ১২ জুন আরেকটি ফেসবুক স্ট্যাটাসে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন।


বৃহস্পতিবার, মায়ের মৃত্যুর খবরটি জানিয়ে রশিদ লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার মা আর নেই। আমি আর কখনও তার দোয়া ও শুভকামনা পাব না। আমি ও আমার পরিবার কঠিন এবং খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’

২১ বছর বয়সী রশিদ অল্প কদিনেই বিশ্ব ক্রিকেটের বড় তারকায় পরিণত হয়েছেন। পুরো বিশ্বেই তার ভক্ত আছে। 

Related Post