ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

Sep-15, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক ভিসা বিষয়ক খবর

ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পথচলা শুরু হয়েছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাশে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে কার্যালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসার জন্য আবেদনপত্র গ্রহন শুরু হবে।

এ সেন্টারের সুফল পাবেন বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার বাসিন্দারা। ফলে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরের অধিবাসীদের এখন আর ঢাকায় ছুটতে হবে না। ময়মনসিংহের অফিস থেকেই তারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। দীর্ঘদিনের এ দাবি পূরণ হওয়ায় ময়মনসিংহবাসী ভারতীয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেরও উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

এ সময় শহরের মাসকান্দায় ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ইকরামুল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশের হেড অব আইটি শঙ্কর প্রসাদ বালা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া গুলশান শাখা, ঢাকা অফিসের হেড অব ক্রেডিড  এন্ড ফার্স্ট এসিসট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মি. উত্তম কুমার সাহা প্রমুখ।

ময়মনসিংহে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের যাত্রা শুরু হওয়াকে যুগান্তকারী উল্লেখ করে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা বাংলানিউজকে বলেন, বৃহত্তর ময়মনসিংহের মানুষের সময় বেঁচে যাবে। এখন আর তাদের ঢাকায় গিয়ে বিড়ম্বনা পোহাতে হবে না। যুগান্তকারী এ পদক্ষেপের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার মানুষ এখন সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে হালুয়াঘাটে ইমিগ্রেশনসহ পূর্ণাঙ্গ স্থল বন্দরের কার্যক্রম চালু করতেও ভারত ও বাংলাদেশ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

Related Post