‘ট্যুর প্লানারস’ ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পযর্ন্ত শুধুমাত্র দেশের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক পরিচালনাই নয় বরং নিশ্চিত করছে সম্ভব্য সকল সুযোগ-সুবিধার। দেশে এবং দেশের বাইরেও তারা একি রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। তাই বাংলাদেশ ও আর্ন্তজাতিক পযর্টন বাজারে তাই ‘ট্যুর প্লানারস’ একটি অন্যতম সুপরিচিত নাম। যারা ইরেজী, জাপানী, জামার্ন, চীনা ভাষা সহ আরো বিভিন্ন ভাষার দোভাষী গাইড নিয়ে প্রায় দু’দশকেরও বেশী সময় ধরে গ্রাহকদের সুলভ মূল্যে পযর্টন সম্পর্কিত সকল সুবিধা দিয়ে আসছে।
বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পযর্টন সব সময় উপেক্ষিত। অথচ এই শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব। আর এ লক্ষেই কাজ করে চলেছে ট্যুর প্লানারস।
বাংলাদেশের রয়েছে পাহারপুর বোদ্ধ বিহার, কান্তজি’র মন্দির সহ নানা পুরাকীর্তি, সুবিশাল নদীপথ, সুন্দরবন, পাহাড়, পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত। আগে দেশকে জানুন তারপর দেখুন বাইরের পৃথিবী, এটাই হবে আমাদের শক্তি।
সকল ধরণের ভ্রমণ প্যাকেজের জন্য যেতে হবে এ ঠিকানায়ঃ http://tour-planners.com/