বিশ্বসেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Jun-10, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

 সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংস্থা 'সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং'র (সিডব্লিউইউআর) বিশ্বসেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকায় ১ হাজার ৭৯৪ তম অবস্থানে আছে প্রতিষ্ঠানটি।

নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২০-২১’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে সিডব্লিউইউআর।

২০১২ সাল থেকে প্রতিবছর এই র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে সংস্থাটি।

মোট সাতটি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই করে র‍্যাঙ্কিং প্রস্তুত করে সিডব্লিউইউআর।

এর মধ্যে আছে- শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷ 

Related Post