করোনায় রে‌মিট্যান্সে ধসের শঙ্কা বাংলাদেশের

Jun-18, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো । গত বছরও বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত এক কোটির বেশি প্রবাসী প্রায় ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় সাত শতাংশই আসে এ প্রবাসী আয় থেকে।

কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বড় সংকটে পড়েছে দেশের রেমিট্যান্স প্রবাহ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বর্তমান অবস্থা এবং তেলের দাম ও চাহিদা ক্রমাগত কমতে থাকায় প্রবাসী আয়ে বড় ধস নামতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, গত বছরের তুলনায় ২০২০ সালে বাংলাদেশের প্রবাসী আয় কমে ১ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়াতে পারে, অর্থাৎ এক বছরে রেমিট্যান্স কমছে প্রায় ২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যেও দেখা গেছে, গত বছরের তুলনায় মাসের হিসাবে রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করেছে। অর্থাৎ, বিশ্ব ব্যাংকের আশঙ্কাই সত্য হতে চলেছে।

Related Post