ঢাকা দক্ষিণে প্রথম লকডাউন হতে পারে ওয়ারী

Jun-25, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত জোনগুলোর মধ্যে প্রথম লকডাউন হতে পারে ওয়ারী। যেখানে ডিএসসিসির দুটি ওয়ার্ড রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে লকডাউন বাস্তবায়ন কমিটির দ্বিতীয় জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এই সভা থেকেই ওয়ারী লকডাউন করার ঘোষণা আসার সম্ভাবনা ছিল।

যা কার্যকর করতে আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগত। ইতোমধ্যে ওয়ারীর এলাকা নিয়ে ম্যাপিং বিশ্লেষণ করা হচ্ছে, সেই সঙ্গে ওয়ারীকে লকডাউন করার বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া লকডাউন এলাকায় মানুষের খাদ্যসামগ্রী সরবরাহ, নমুনা সংগ্রহ, হোম কোয়ারেন্টাইন, লকডাউনের কারণে কর্মহীনদের খাদ্যব্যবস্থাপনা, টেলিমেডিসিন সার্ভিস, রোগী পরিবহন, প্রয়োজনীয় পণ্য হোম ডেলিভারি ও মনিটরিং কমিটিসহ অন্যান্য ব্যবস্থাপনা কীভাবে করা হবে- এসব বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এসব প্রস্তুতির দিক থেকে তারা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলোর মধ্যে প্রথমে ওয়ারী এলাকায় লকডাউন কার্যকর করা হতে পারে।

Related Post