SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

নিম্নাঞ্চল প্লাবিত ফের বাড়ছে যমুনার পানি

Jun-26, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

একদিন স্থিতিশীল থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। 


শুক্রবার (২৬ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি বলেন, শুক্রবার সকালে যমুনার পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১২ দশমিক ৯০ মিটার রেকর্ড করা হয়েছে।

যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫) ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার।

এর আগে গত ২৪ জুন স্থিতিশীল থাকার পর ২৫ জুন তিন সেন্টিমিটার বেড়ে যায় যমুনার পানি। আজ ফের দ্রুতগতিতে পানি বৃদ্ধি পেয়েছে। 

রণজিৎ কুমার সরকার বলেন, আগামী আরও কয়েকদিন যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।


এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ করতোয়া, ইছামতি ও বড়াল নদীতেও পানি বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলে ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি খেত তলিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে এসব ফসল।  

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, যমুনার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের চরাঞ্চলগুলোর এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। 

Related Post