তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

Jul-02, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিসহ নৌযান পারাপারে সময় লাগছে আগের তুলনায় দিগুন। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুন সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

Related Post