সিনিয়র সাংবাদিক ফারুক কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কর্মজীবনে তিনি বহু বছর ইউএনবি, বিএসএস, অবজার্ভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে আরশি জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
আরশি নিশ্চিত না কি কারণে তার মৃত্যু হয়েছে। তবে ফারুক কাজী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তিনি।
শেয়ার করুন: