আরও ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

Jul-22, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

পাশাপাশি অব্যাহত রয়েছে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা।

বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আরও তিনদিন এই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।


সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আজও বহাল রেখেছে আবহাওয়া অফিস।

Related Post