বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে খুলছে সৌদি দরজা

Sep-28, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক ভিসা বিষয়ক খবর

সৌদি আরবের একটি মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে কড়াকড়ি তুলে নেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে আরব নিউজ। পত্রিকাটির অনলাইন সংস্করণে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে ধাপে ধাপে আবার কর্মী নেয়া শুরু করতে চায় সৌদি আরব সরকার। এর প্রথম ধাপে গৃহকর্মী ও গাড়ি চালক নিতে আগ্রহী তারা। দেশটির মন্ত্রীদের একটি প্যানেল সরকারকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে।

একটি সূত্র বলেছে, বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে আবার শ্রমিক নিয়োগ শুরু হবে। প্রথমদিকে পরিচারিকা ও গাড়িচালকদের মতো গৃহকর্মীদের নেওয়া হবে। সূত্রটি বলেছে, আমরা মনে করি, বাংলাদেশ কম খরচে প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক পাঠাতে সক্ষম।

সৌদি আরবে নিযুক্ত শ্রমবিষয়ক বাংলাদেশের দূত মোকাম্মেল হোসাইন সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বাংলাদেশ আরও বেশি প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিকদের সৌদি আরবে পাঠাতে পারবে। তিনি বলেন, আমরা এত দিন এই সংবাদের অপেক্ষায় ছিলাম।

সৌদি আরবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে, যাদের অধিকাংশই আধা দক্ষ বা অদক্ষ। দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে সৌদি আরব সম্প্রতি আকামা পরিবর্তনের বিধিনিষেধ শিথিল করেছে। বাংলাদেশে ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিংয়ের (বিএমইটি) হিসাব অনুযায়ী, এক সময় সৌদি সরকার বাংলাদেশ থেকে বছরে প্রায় দেড় লাখ শ্রমিক নিত। কিন্তু ২০০৮ সালে কড়াকড়ি আরোপের পর ২০০৯-২০১২ সময়ে সৌদি আরবে গেছেন মাত্র ৪৫ হাজার ৯৬১ জন বাংলাদেশি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ অঙ্গীকার করেছে, অপরাধের সঙ্গে জড়িত এমন কাউকে সৌদি আরবে পাঠানো হবে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ যাচাই করে দেখতে সৌদি দূতাবাসকে অনুরোধও জানানো হয়েছে।

শ্রমিকদের ব্যাপারে সৌদি সরকার আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শ্রমিকদের নিয়োগ দেবে দেশটি। এর ফলে গৃহকর্মীরা সপ্তাহ বা ঘণ্টার ভিত্তিতে কাজ করার সুযোগ পাবেন। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ লিখেছে, পরিচ্ছন্নতা ও সেবা খাতের জন্য বাংলাদেশ থেকে কম খরচে দক্ষ কর্মী পাওয়া সম্ভব বলে মনে করছেন সৌদি কর্মকর্তারা।

এছাড়া সৌদি ম্যানপাওয়ার সার্ভিস কোম্পানি ঘণ্টা বা সাপ্তাহিক ভিত্তিতে অফিস বা বাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহের একটি সেবা চালু করতে যাচ্ছে, যাতে বাংলাদেশিদেরও কাজের সুযোগ হতে পারে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ফিলিপাইন, নেপাল, কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে ছয় হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সৌদি আরবের জাতীয় নিয়োগ কমিটির প্রধান সাদ আল-বাদাহ বলেন, 'সৌদি ম্যানপাওয়ার সার্ভিসেস কোম্পানি শিগগিরই এ ধরনের শ্রমিক নিয়োগ শুরু করবে।' কোম্পানিটি ইতিমধ্যে এ-সংক্রান্ত চুক্তি সইও করেছে। ভারত, ফিলিপাইন, নেপাল, কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে ছয় সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক নিয়োগের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

ফরিদ আহমেদ
স্টাফ করেসপন্ডেন্ট

Related Post