SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ভ্রমণ হবে রোমাঞ্চকীয় “ট্রিপ মেকার”

Nov-25, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক ট্রাভেল এজেন্ট খবর

বাংলাদেশকে পর্যটন খাতে আদর্শ শিল্পে পরিণত করার প্রয়াসেই ট্রিপ মেকারের ২০১০ সালে যাত্রা শুরু। ট্রিপ মেকারের প্রধান লক্ষ্য প্রয়োজনীয় সকল ধরণের তথ্য সরবরাহের মাধ্যমে অভ্যন্তরীণ ও বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটনের প্রচার ও প্রসার ঘটানো। বাংলাদেশকে পর্যটন সমৃদ্ধ দেশ হিসেবে তুলে আনার উদ্দেশ্যে ট্রিপ মেকার কাজ করে চলেছে।

বিদেশী পর্যটকদের দেশ ভ্রমণে আকর্ষিত করার সাথে সাথে অভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়নে দেশীয় পর্যটকদের গুরুত্বের কথা ভেবেই সকল ধরণের প্রচারনা চালাচ্ছে কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ২৮-৩০ নভেম্বর, বিআইটিএফ এর আসন্ন পর্যটন মেলায় অংশগ্রহণ করছে ট্রিপ মেকার।

প্যাকেজ ট্যুর, ভিসা প্রোসেসিং, অনলাইন হোটেল রিসারভেশন, মেডিকেল ট্যুরিজম ব্যবস্থাপনা সম্পন্ন কাজ করে চলেছে ট্রিপ মেকার। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ট্রিপ মেকার তাদের সকল কর্মকাণ্ড রিসার্চ পক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে থাকে।

পৃথিবী ঘুরতে আর আপনার ভ্রমণকে রমাঞ্চকীয় করতে ভ্রমণ প্যাকেজগুলো জানতে পারেন www.tripmakerbd.com এ ঠিকানায়। বিস্তারিত জানার জন্য রয়েছে +৮৮ ০১৬৭ ৮০০০ ৪৮৫ এ নম্বর।

Related Post