‘রাশ মেলায় সুন্দরবন ভ্রমণ’ বিয়োন্ড এ্যাডভেঞ্চার এন্ড ট্যুরিজম

Nov-16, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক ট্রাভেল এজেন্ট খবর

কুঙ্গা আর মারা পাসুর নদীর মাঝপথে ভিন্নতর এক দ্বীপ ডুবলা। সুন্দনবনের হিন্দু কমিউনিটি আয়োজন করেছে ‘রাশ পূর্ণিমা’ মেলার।

রাশ মেলার বিশ্বস্ত সঙ্গী হবে বিয়োন্ড এ্যাডভেঞ্চার এন্ড ট্যুরিজম।

১৬ নভেম্বর, শনিবার শুরু হচ্ছে বিয়োন্ড এ্যাডভেঞ্চার এন্ড ট্যুরিজমের ভ্রমণ যাত্রা। এ দিনে যাত্রা চলবে খুলনা-কোকিল মনি। বিয়োন্ড এ্যাডভেঞ্চারের ক্রুজিং নৌযানে কোকিল মনির বন আর প্রাণী জগতের অপরূপ লীলা।

১৭ নভেম্বর, কোকিল মনি থেকে  হিরনপয়েন্ট হয়ে ডুবলা দ্বীপ। নদী থেকে ক্রুজিং এর ছোট নৌকায় সরু খাল পারি দিয়ে দেখা যাবে প্রাণী বৈচিত্র্য খুব কাছ থেকে। এর পর রয়েছে হিরনপয়েন্টের রূপ বৈচিত্র্য, নীল কমল অফিস, ওয়াচ টাওয়ার, মেলা উদযাপন, বার-বি-কিউ ডিনার।

১৮ নভেম্বরের খুব ভোরে রাশ মেলার ভক্তরা গোসলের মাধ্যমে তাদের পাপ মোচন করার প্রার্থনা করবে যার সঙ্গী হবেন আপনিও। মেলার উদযাপন শেষে সুন্দরবনের সৌন্দর্য অবলোকন করে আবার ফেরত খুলনা।

বিস্তারিত জানতে যোগাযোগের জন্য রয়েছে http://www.beyondbd.com/ এ ঠিকানা।

Related Post