আড়াই মাস বন্ধ থাকার পর পর্যটন জেলা বান্দরবানে ৬ জুন থেকে হোটেল-মোটেল-রিসোর্টে রুম বুকিং দেওয়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জেলা করোনা মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরোদমে সার্ভিস চালু করার লক্ষ্যে ৩ জুন থেকে হোটেল-মোটেল-রিসোর্ট খুলে পরিস্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করা যাবে।
এদিকে বান্দরবান জেলা হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি অমল দাশ জানান, প্রায় পুরো পর্যটন মৌসুম ব্যবসা বন্ধ থাকার কারণে বান্দরবান জেলার ট্যুর অপারেটর এবং হোটেল-মোটেল ব্যবসায়ীরা সীমাহীন ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে। ফলে অধিকাংশ স্টাফকে বিদায় দিতে হয়েছে। ব্যবসা চালুর অনুমতি পাওয়ার পর হোটেল-ক্যাটারিং সার্ভিস পুরোদমে চালু করতে কিছুটা সময় লাগতে পারে।