যে সুবিধার কারণে এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করবেন

Feb-25, 2019 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

বিশ্বের নামকরা ও এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয় বিমান সংস্থা গুলোর মধ্যে এমিরেটস এয়ারলাইন্স অন্যতম। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক এই বিমান সংস্থার সাথে পরিচিত নয়, এমন বিমান ভ্রমণকারী খুঁজে পাওয়া দুষ্কর। জনপ্রিয় এই বিমান সংস্থা সম্পর্কে কিছু তথ্য জানাতে এই পোস্ট।

আকাশ পথেই গোসলের ব্যবস্থা
আকাশের উপরে ভাসতে ভাসতে গোসল করতে পারার আশায় এখনই টিকিট বুক করে ফেলবেন না যেন। এই সুবিধা শুধুমাত্র প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য নির্ধারিত। আর এমিরেটস এয়ারলাইন্সের প্রথম শ্রেণীর টিকিটের জন্য আপনাকে খরচ করতে হবে সাধারণ টিকিটের চেয়ে কয়েকগুন বেশি টাকা। এই সুবিধা শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্সের সুপার জাম্বো এয়ার বাস A380 বিমানে রয়েছে।

শততম এয়ারবাস A380 বিমান
দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্স খুব শীঘ্রই তাদের শততম সুপার জাম্বো এয়ারবাস A380 বিমান উদ্বোধন করতে যাচ্ছে। আকাশ পথে যাত্রী নিয়ে অতিক্রান্ত পথের হিসেবে এমিরেটস বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন। অন্যদিকে এয়ারবাস A380 বিমানের পরিমাণের দিক থেকে তারাই বিশ্বে প্রথম স্থান দখল করে আছে। এমনকি তারা আরও ৪২টি A380 বিমান অর্ডার করে রেখেছে। যেগুলো যোগ হলে তাদের এয়ারবাস A380 বিমানের সংখ্যা দাঁড়াবে ১৪২টি। এয়ারবাসের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্স যাদের এয়ারবাসের সংখ্যা মাত্র ১৯ টি।

১৫০টি দেশের কেবিন ক্রু
একটি সাধারণ এমিরেটস ফ্লাইটে আপনি কম করে হলেও ১২টি দেশের কেবিন ক্রু পাবেন। যারা সবাই মিলে কমপক্ষে ৯ থেকে ১৮টি ভাষায় কথা বলার দক্ষতা রাখে। দুবাই এমন একটি শহর যেখানে আপনি স্থানীয় লোক খুঁজেই পাবেন না। দুবাইয়ের জনসংখ্যার অধিকাংশই ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। এমিরেটস-এ নিয়োজিত কেবিন ক্রুদের একটি বড় অংশ যুক্তরাজ্যের বাসিন্দা। এর পরের জায়গা দখল করে আছে অস্ট্রেলিয়ান কেবিন ক্রু। এছাড়াও ইজিপশিয়ান ও ফিলিপাইনি কেবিন ক্রু এর পরিমাণ চোখে পড়ার মত।

১৯৮৫ সালে এমিরেটসের প্রথম ফ্লাইট
এমন বিশ্ববিখ্যাত একটি এয়ারলাইন্সের বয়স কিন্তু খুব বেশি না। মাত্র ৩৪ বছর আগে ১৯৮৫ সালের ২৫ অক্টোবর এমিরেটসের যাত্রা শুরু। তাদের প্রথম আকাশ পথে যাত্রা পরিচালিত হয় একটি বোইং 727 এর মাধ্যমে। এই যাত্রায় তাদের গন্তব্য ছিল দুবাই থেকে পাকিস্তানের করাচি। এই EK600 ফ্লাইট থেকে শুরু করে আজ এমিরেটস এয়ারলাইন বিশ্বের ৮০টি দেশের ১৪০টি শহরে সপ্তাহে ৩৬০০টির বেশি ফ্লাইট পরিচালনা করে।

বিশ্বের বৃহত্তম বিমান
পৃথিবীর খুব কম এয়ারলাইন্স আছে যারা তাদের ফ্লাইট শুধুমাত্র প্রশস্ত বিমান দিয়ে পরিচালনা করে থাকে। এমিরেটস এয়ারলাইন্স তাদের মধ্যে একটি। গালফ ক্যারিয়ার খ্যাত এই বিমান সংস্থা শুধুমাত্র ২ ধরনের বিমান দিয়েই তাদের ফ্লাইট পরিচালনা করে। একটি হচ্ছে এয়ারবাস A380 ও অন্যটি হচ্ছে বোইং 777। এই দুই ধরনের বিমান ব্যবহারকারী বিমানসংস্থার মধ্যেও তারাই বৃহত্তম।

Related Post