করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নেপালে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এ মুহূর্তে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু করছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (২৬ আগস্ট) বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।
তাহেরা খন্দকার বলেন, নেপালে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা উঠলেও বিমান আপাতত সেখানে ফ্লাইট পরিচালনা করবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তবে সম্প্রতি লন্ডন, কুয়ালালামপুর ও দুবাই রুটে অল্প সংখ্যক ফ্লাইট চালু করেছে বিমান।