SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

শুরু হচ্ছে অ্যাভাটার টু সিনেমার শুটিং

Jun-04, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিনোদন খবর

‘অ্যাভাটার’ তৈরি হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অনেকেই ক্যামেরনকে বলেছেন, কবে আসবে এই ছবির সিক্যুয়েল। বলেছিলেন, প্রস্তুতি চলছে। হলিউডের রেকর্ড করা সিনেমা‌ ‘অ্যাভাটার’। জেমস ক্যামেরনের এ ছবি দুনিয়াজুড়ে দর্শক মাতিয়েছে। দারুণ এক গল্পে টানটান উত্তেজনার সিনেমাটির কথা নিশ্চয় মনে আছে। থ্রিডিতে মুক্তি পাওয়া এই ছবির অ্যানিমেশন মাথা থেকে যেন যেতেই চায় না। ঘোর লেগে থাকে অনেক্ষণ।

এবার জানা গেল, শুরু হতে চলেছে ‘অ্যাভাটার টু’-এর শুটিং। করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানোর আগেই নিউজিল্যান্ডে শুটিং শুরু করার কথা ছিল। সেই মতো নিউজিল্যান্ডে প্রস্তুতিও সেরে ফেলেছিলেন পরিচালক। কিন্তু তখন বন্ধ করে দেয়া হয় কাজ।

এখন লকডাউন হালকা হতেই ফের শুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে স্পেশাল ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন পরিচালক। তবে করোনা ভাইরাসের সব সরকম সর্তকতা মেনেই হবে শুটিং।

Related Post