মহামারি করোনার মধ্যে চাহিদা বাড়ছে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের

Jun-06, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

চাহিদা বেড়েছে মহামারি করোনার মধ্যে  বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের। গত মাসে এই ফ্লাইটের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ লাভ হয়েছে; চলতি মাসেও এই অবস্থা বিদ্যমান থাকবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা এতথ্য জনিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, "মহামারি করোনার মধ্যে দিনদিন বাড়ছে বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইট। গত মাসে এই ফ্লাইট পরিচালনা করে প্রায় ৪০ কোটি টাকা লাভ করছে বিমান। চলতি মাসে (জুন) এ খাত থেকে প্রায় ১০০ কোটি লাভ হবে।"

এ ব্যপারে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোকাব্বির হোসেন বলেন, নতুন নতুন আন্তর্জাতিক রুটে বিমানের চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চাহিদা বাড়ছে। এরইমধ্যে আন্তর্জাতিক রুটে কয়েকটি দেশের সঙ্গে বিমানের কয়েকটি চার্টার্ড ও কার্গো ফ্লাইটের চুক্তির বিষয়ে কথাবার্তা চলছে।

Related Post