SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

১২৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন

Jun-08, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

করোনাভাইরাসে কারণে লকডাউনে আটকে পড়া ১২৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। রবিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং কনস্যুলেটের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের বিদায় জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন এই যাত্রীদের মধ্যে।

জানা গেছে, এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ ফ্লাইট ওয়াশিংটন থেকে ঢাকা পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও টিকিটের দাম যাত্রীরা পরিশোধ করেছেন। যারা ফিরছেন, তাদের চিকিৎসকের ছাড়পত্র (করোনা-নেগেটিভ) নিয়ে ঢাকা এসেছেন বলে বিমানবন্দর সূত্র জানায়। 

Related Post