এবার হংকং রুটে ফ্লাইট চালুর চেষ্টা করছে বাংলাদেশ

Jun-09, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

চালু হতে যাচ্ছে ঢাকা থেকে যুক্তরাজ্য ও কাতারের ফ্লাইট। এক সপ্তাহেই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। এবার হংকং রুটে ফ্লাইট চালুর চেষ্টা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ বিষয়ে ইতিমধ্যে হংকংয়ের সিভিল এভিয়েশনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে বেবিচক। কয়েকদিনের মধ্যেই এ রুটে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আমরা হংকং সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। 

এ রুটটি চালুর চেষ্টা করছি আমরা। এছাড়াও আমরা দেখছি আর কোন কোন দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই, সেসব দেশেও ফ্লাইট চালানোর চিন্তাভাবনা চলছে।

ঢাকা থেকে হংকংয়ের পথে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে ক্যাথে প্যাসিফিক (ড্রাগন) এয়ারলাইনস। তবে কাতার, এমিরেটসসহ বেশ কয়েকটি এয়ারলাইনস ট্রানজিটের মাধ্যমে হংকং নিয়ে যায়।

Related Post