খুলেছে ৫ পর্যটন কেন্দ্র লকডাউন শেষে

Jun-11, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিশ্ব পর্যটনের খবর

করোনাভাইরাস আতঙ্কে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বের গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলো। ভ্রমণপিপাসুরা তাই হতাশ হয়ে পড়েছিলেন। অন্যান্য দেশের মতো এবার পর্যটকদের হতাশা কাটানোর সুখবর দিয়েছে ভারত। লকডাউন শেষে এবার শিলিগুড়ির ৫টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

জানা যায়, করোনা সংক্রমণের ভয়ে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ছিল লকডাউন।

ফলে বাড়ি থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু এবার ভ্রমণপিপাসুদের কথা চিন্তা করে শর্তসাপেক্ষে খুলে দেওয়া হয়েছে ৫টি পর্যটন কেন্দ্র।

সূত্র জানায়, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মাইথন, রাঙাবিতান ও ডুয়ার্সের টিলাবাড়ি আপাতত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

গত ৮ জুন থেকে জায়গাগুলোতে অনলাইনে বুকিংও শুরু করেছেন ভ্রমণপিপাসুরা। প্রথম ধাপে এ পর্যটন কেন্দ্রগুলোই খোলা থাকবে। পরে আরও পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে।

Related Post