পর্যটকদের জন্য উন্মুক্ত হলো কাশ্মীর

Jul-14, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিশ্ব পর্যটনের খবর

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করেছিল কাশ্মীর কর্তৃপক্ষ।

কোভিড ১৯-এর তাণ্ডবের মধ্যে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে পর্যটকদের জন্য আবারও খুলে দেয়া হলো পৃথিবীর ভূ-স্বর্গখ্যাত এ অঞ্চলটি।

তবে আপাতত সড়ক পথে নয়, যাওয়া যাবে শুধু বিমানে উড়েই। ট্রেনে বা বাসে চড়ে ভ্রমণের রাস্তা আপাতত বন্ধ।

এরপর ধাপে ধাপে খুলে দেয়া হবে কাশ্মীর।

পর্যটকদের কাশ্মীরে যেতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে।

এর পরেও কাশ্মীরে নেমে আবারও করোনা পরীক্ষা করা হবে তাদের।

পজিটিভ পাওয়া গেলে সরাসরি যেতে হবে করোনা হাসপাতালে।

সূত্র: এএফপি

Related Post