বিমানের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা - জাপানে

Jun-11, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়েও চার বাংলাদেশির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টাড ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। সম্প্রতি এ নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

জানা গেছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে জাপান যান অনেক বাংলাদেশি। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশটিতে প্রবেশ করেন তারা।

কিন্তু তা সত্ত্বেও জাপানে যাওয়ার পর চার বাংলাদেশির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করে জাপান।

এ চার বাংলাদেশির হেলথ সার্টিফিকেটে বলা ছিল, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা নেই।

এ বিষয়ে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মোকাব্বির হোসেন বলেন, ‘জাপানে যাওয়া চারজন বাংলাদেশি কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপরই সে দেশের কর্তৃপক্ষ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, ‘কিছু যাত্রীর জালিয়াতির কারণে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

Related Post