করোনার প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) বিকাল ৩টা ৫০ মিনিটে ১৫১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে বিমানটি।
এর আগে শুক্রবার (১২ জুন)সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুরে ৪৩ মালয়েশিয়ান নাগরিক ও স্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যায় ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি।
কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইনস।