সংযুক্ত আরব আমিরাতে দালালদের প্রতারণার শিকার তিন নারীকে উদ্ধার করে সোমবার রাতেই দেশে পাঠানোর ব্যবস্থা করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। স্থানীয় সময় রাত ১২টায় ইউএস বাংলা’র একটি ফ্লাইটে দেশে ফিরছেন তারা।
ডান্স ক্লাবে কাজের আশ্বাস দিয়ে ঢাকা, ঝালকাঠি ও মুন্সিগঞ্জের ওই তিন নারীকে আমিরাতে এনে অনৈতিক কাজে বাধ্য করে একটি দালাল চক্র। খবর পেয়ে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের নির্দেশে দেশটির ফুজাইরাহ সিটি টাওয়ার হোটেল থেকে শনিবার তাদের উদ্ধার করেন স্থানীয় বাংলাদেশ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
প্রতারণার শিকার নারীরা জানান, দেশ থেকে বলা হয়েছিল আমিরাতে গেলে ডান্স ক্লাবে কাজ দেওয়া হবে তাদের। বেতন মাসে ৫০ হাজার টাকা। এ জন্য কাউকে অগ্রিম দেওয়া হয় ৪০ হাজার, কাউকে ২০ হাজার টাকা। তিন মাসের ভ্রমণ ভিসায় আমিরাতে এসে ঠাঁই হয় বিভিন্ন ক্লাবে।
দালালরা তাদের বাধ্য করে অনৈতিক কাজে। এভাবেই কাটে সাত মাস। দিন দিন অবিচারের মাত্রা বাড়তে থাকলে তিন নারী প্রতিবাদ জানান। দালালরা এরপর তাদের খাবার বন্ধ করে দিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে।
একপর্যায়ে তারা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করে উদ্ধারের আকুতি জানান। পরে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান তাদের উদ্ধার তৎপরতা শুরু করেন।