১ জুলাই থেকে পুনরায় বিমানবন্দর খুলছে মিসর

Jun-16, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব বিমানবন্দর বন্ধ করে দিয়েছিলো মিশর। আগামী ১ জুলাই থেকে সেসব বিমানবন্দর পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রোববার দেশটির বিমান পরিবহণমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে মানার আনবা বলেন, জুলাইয়ের শুরু থেকেই বিমানবন্দরগুলোতে ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় শুরু হবে। বিদেশী পর্যটন ৩টি উপকূলীয় প্রদেশের রিসোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেও জানান তিনি। এছাড়া ১ জুলাই থেকে মিশর বিদেশী পর্যটকদের জন্য সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলোও খুলে দিবে।

মানার আনবা আরো বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট  দু’টোই চালু করা হবে। এছাড়া যেসব দেশ মিশরের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে চাইবে তাদেরও সুযোগ দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

Related Post