টার্কিশ ও এয়ার এরাবিয়া ফ্লাইট পরিচালনার অনুমতি পেল

Jun-29, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

ইস্তাম্বুল থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল টার্কিশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনায় অনুমতি পেয়েছে এয়ার এরাবিয়া।

রোববার (২৮ জুন) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্স দুটিকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বলেন, এই রুটে রোববার, মঙ্গলবার ও শুক্রবার, অর্থাৎ সপ্তাহে ৩ দিন ফ্লাইট চলাচল করবে। আগামী ৩ জুলাই প্রথম ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স।

তিনি আরও বলেন, অনেকে আগে থেকেই বিভিন্ন গন্তব্যের টিকেট কিনে রেখেছেন। তাদের যাত্রার তারিখ রোববার মঙ্গলবার ও শুক্রবার ছাড়া অন্য তারিখে হয়, সেক্ষেত্রে তারা বিনামূল্যে তাদের টিকেটগুলো ৩ দিনের যেকোনো ১ দিন নিতে পারবেন।

এদিকে বেবিচক সূত্র এয়ার এরাবিয়ার ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কবে থেকে ফ্লাইট চলাচল শুরু হবে সেই তারিখ এখনও ঘোষণা করেনি তারা।

ফ্লাইট চালানোর অনুমতি চাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালিন্দো ও ফ্লাই দুবাইকে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বেবিচক।

Related Post