চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে কানাডায় ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ। দেশটির টরোন্টো শহরে যাবে বিমানের এই ফ্লাইট।
এ ছাড়া ফ্লাইটটিতে নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের যে কোনো রুটের যাত্রীরাও যেতে পারবেন। সেক্ষেত্রে বিমান বাংলাদেশের হয়ে যাত্রীদের নিউইয়র্ক পৌঁছে দেবে এয়ার কানাডা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কানাডার সাথে আমাদের এয়ার এগ্রিমেন্ট অনুযায়ী উইন্টার শিডিউলে (অক্টোবর) টরেন্টোতে ফ্লাইট চালু করা হবে। বাংলাদেশ থেকে কোনো যাত্রী নিউইয়র্ক বা আমেরিকার যেকোনো জায়গায় যেতে চাইলে টরেন্টো হয়ে যেতে পারবেন।
এয়ার কানাডার চুক্তি অনুসারে তারা টরেন্টো থেকে নিউইয়র্ক বা যুক্তরাষ্ট্রের যেকোনো ডেস্টিনেশনে নিয়ে যাবে। আমরা শুধু ঢাকা থেকে টরেন্টো পর্যন্ত যাত্রী পৌঁছে দেব। যুক্তরাষ্ট্রের ফ্লাইটের টাকা বিমানের কাছেই একবারে পরিশোধ করতে হবে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক সাংবাদিকদের জানান, ১৫ অক্টোবরের পর থেকে এই ফ্লাইট শুরু হতে পারে। এ ছাড়া জাপানের ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে।