SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালু

Jul-10, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

আগামী ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (৯ জুলাই) বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক। 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। 

করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনায় সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, ১২ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। 

Related Post