ঢাকা-বরিশাল আকাশপথে আজ রোববার থেকে শুরু হচ্ছে বিমান চলাচল। সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর বিমান সার্ভিস শুরু হলেও তা হবে সীমিত পরিসরে।
এ সংক্রান্ত নির্দেশনা বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত পরিসরে বিমান সার্ভিস চালু করা হচ্ছে।
মহামারী করোনার কারণে ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া রোববার থেকেই ফ্লাইট চালু করবে বেসরকারি সংস্থা নভোএয়ার।
নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে বিকাল ৩টা ১৫ মিনিটে ছেড়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবেন তারা।
প্রতিদিন ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।