করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্ব জুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ২৬ লাখ ৩৯ হাজার এবং মৃতের সংখ্যা পাঁচ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে।
যার প্রভাবে পর্যটন শিল্প ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষিতে পর্যটন শিল্প আগামী দিনে টিকিয়ে রাখতে সংবাদ মাধ্যমের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। এই নিয়ে ১ দিনের
(তারিখ: ১৪ জুলাই, সময়: বিকাল ৩ ঘটিকা) অনলাইন ভিত্তিক আলোচনার আয়োজন করেছেন বিডিট্রাভেলনিউজ.কম। যার মূল বিষয় বস্তু হলো পর্যটন শিল্পে সংবাদ মাধ্যমের গুরুত্ব। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিডিট্রাভেলনিউজ.কম ও অ্যামেজীং ট্যুরস এর (সি. ই. ও) মো: মহসীন ইকবাল।
এর ধারাবাহিকথায়, এই বিষয়ের উপর বিভিন্ন আলোচকরা তাদের মূল্যবান আলোচনা তুলে ধরবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন ডা: মো: মুরাদ হাসান এমপি মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন জনাব জাবেদ আহমেদ প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বাংলাদেশ ট্যুরজিম বোর্ড।
আলোচক হিসাবে সংবাদ মাধ্যম থেকে থাকবেন জনাব সাইফুল আলম সভাপতি জাতীয় প্রেসক্লাব এবং সম্পাদক দৈনিক যুগান্তর, সৈয়দ ইশতিয়াক রেজা সভাপতি বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট এবং সম্পাদক গাজী টিভি, মহিউদ্দিন সরকার ভারপ্রাপ্ত সম্পাদক জাগোনিউজ২৪.কম, নাদিরা কিরন সভাপতি এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ, শামিমা আক্তার সম্পাদক নিউজনাওবাংলা.কম।
পর্যটন শিল্পের সেক্টর থেকে আলোচক হিসেবে থকবেন জনাব মো: শাহাদাত হোসেন তসলিম সভাপতি হজ্জ এজেন্সীজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), মনসুর আহমেদ কালাম সভাপতি এ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব), বিডি ইনবাইন্ড এর সভাপতি জনাব রেজাউল একরাম, জনাব তৌফিক রহমান সেক্রেটারী জেনারেল প্যাসিফিক এশিয়া ট্রাভেল এজেন্সি (পাটা) বাংলাদেশ চেপ্টার।
পুরো অনুষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পারেন
Zoom এর মাধ্যমে। নিচে Zoom এর লিংক দিয়ে দেওয়া হলো
এবং আপনাদের প্রত্যেকেই যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
Zoom ID:
4196606531
তারিখ: ১৪ জুলাই, ২০২০
সময়: বিকাল ৩ ঘটিকা