SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বিমান বাংলাদেশের ফ্লাইটে মাস্কাট থেকে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

Jul-28, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন ৩৯৬ জন বাংলাদেশি।


মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।


জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক।

দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরেছেন।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি। 

Related Post