করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে বরিশাল নগরীর সব আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ করে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।
শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়।
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কক্সবাজার, খাগড়াছড়ি, খুলনাসহ দেশের বিভিন্ন পর্যটনস্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর থেকে পর্যটন স্পটগুলোর হোটেল বুকিং বাতিল করেছেন পর্যটকরা।
এর আগে বুধবার দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।