যেসব এয়ারলাইন্স বাংলাদেশে চলাচল করার পরিকল্পনা করছে

Jun-25, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

দেশের কোভিড-১৯ পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাওয়ায় এই পরিস্থিতিতে বেশিরভাগ দেশের ফ্লাইটের বাংলাদেশে প্রবেশ স্থগিত করা হয়েছিলো। যদিও প্রায় তিনমাসের কাছাকাছি সময় এই স্থগিতাদেশ জারি থাকার পর সীমিত আকারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

কয়েকটি এয়ারলাইন্সের পক্ষ থেকে ঢাকা ট্রিবিউনকে জানানো হয়েছে তারা বাংলাদেশে তাদের ফ্লাইটগুলো চলাচল আবারও শুরু করার পরিকল্পনা করছে। 

বিমান

রাষ্টীয়ভাবে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে সপ্তাহে একদিন অর্থাৎ, প্রতি রবিবার তাদের ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটটি চালু করেছে। 

কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ কেবল ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্য তাদের দোহা-ঢাকা-দোহা রুটের ফ্লাইট চালু করেছে। এসব যাত্রীর গন্তব্য মূলত বাংলাদেশ নয়, অন্যকোথাও হয়ে থাকে। কাতার এয়ারওয়েজ তাদের এই ফ্লাইটটি বর্তমানে সপ্তাহে তিনদিন পরিচালনা করছে। 

এমিরেটস

এমিরেটস ২৪ জুন থেকে সপ্তাহে তিনদিন তাদের দুবাই-ঢাকা-দুবাই রুটের ফ্লাইট চালু করেছে।

টার্কিশ এয়ারলাইন্স

টার্কিশ এয়ারলাইন্স আগামী ২ জুলাই থেকে ইস্তানবুল-ঢাকা রুটের ফ্লাইটটি চালু করার কথা জানিয়েছে।

থাই এয়ারওয়েজ

আগামী ১ আগস্ট থেকে থাই এয়ারওয়েজ সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালু করার কথা ভাবছে।

অনুমতি মিলেছে যেসব এয়ারলাইন্সের

উল্লেখিত ফ্লাইটগুলা ছাড়াও, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স-সহ ইউএস-বাংলা, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

অনুমতির অপেক্ষায় যারা

এয়ার এরাবিয়া, ফ্লাইদুবাই, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, মালয়েশিয়া এয়ারলাইন্স ও মালিন্দো এয়ার এই মুহূর্তে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।  

যেসব দেশের ভ্রমণ-নিষেধাজ্ঞা বাংলাদেশ

ধীরেধীরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করতে শুরু হলেও, সম্প্রতি জাপান বাংলাদেশের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয়। একইসাথে, দক্ষিণ কোরিয়াতেও বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশ থেকে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা ঘটার পর থেকেই মূলত দেশ দু’টি থেকে এই সিদ্ধান্ত আসে। 

Related Post