SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ৪১৪ প্রবাসী

Jun-26, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

৪১৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

বাহরাইনে যেসব প্রবাসী স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থকষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন।


রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের তত্ত্বাবধায়নে প্রবাসীদের আবেদনপত্রগুলো বিশেষ জরুরি অবস্থা সাপেক্ষে বাছাই এবং দেশের ইমিগ্রেশন থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর একটি তালিকা তৈরি করা হয়। এরপর করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেটের ভিত্তিতে টিকিট কাটার অনুমতি দেওয়া হয় এই ৪১৪ প্রবাসীকে।

যাত্রীদের মধ্যে ৭০ জন প্রবাসী শারীরিকভাবে অসুস্থ এবং আরও ৪০ জন ছিলেন বাহারাইনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদি। 

বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ বিমান ভাড়া এবং প্রায় ৫০ জনের আংশিক বিমান ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদিদের পূর্ণ বিমান ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায় দিবাগত রাত ১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

Related Post