SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

আগে নিজের দেশ তারপর বিদেশে ঘুরতে যাবো : জিয়া মহিউদ্দিন

Sep-01, 2013 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সাক্ষাতকার

এখন থেকে প্রতি রবিবার বিডি ট্রাভেল নিউজের বিশেষ আয়োজনে থাকছে অর্থনৈতিক খ্যাতনামা ব্যক্তিবর্গের বিশেষ সাক্ষাতকার। আমাদের এই বিশেষ আয়োজনে আজকে থাকছে ঢাকার অন্যতম পাঁচ তারকা হোটেল রুপসী বাংলার তরুন এ্যাসিসটেন্ট ম্যানেজার, পি আর এন্ড কমিউনিকেশন জিয়া মহিউদ্দিন।

জনসংযোগের মত চ্যালেজিং পেশায় আসার শুরুটা কেমন ছিল?
শুরুটা বেশ চড়াই-উৎড়াই থাকলেও আনন্দদায়ক ছিল। এখনো অবশ্য নানা চড়াই উৎড়াই পাড় করছি। তবে সবার আস্থা ধরে রাখার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছি।

অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে জনসংযোগের মত পেশায় চলে আসার কারণ কি?
মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। আমি চরম আড্ডাবাজ একটা লোক। সাথে সাথে সামাজিক মাধ্যম আসক্তও বলতে পারেন। কারণ আমি প্রায় সবসময়ই সামাজিক মাধ্যমগুলোতে থাকি। এসব বিষয়গুলোই ২০০৪ সালে দূতাবাস ছেড়ে সরাসরি এখানে চলে আসার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল।

ঘুরতে কেমন লাগে?
ঘুরতে আমার খুবই ভাল লাগে। আমি সময় পেলেই ঘুরতে যাই। মাঝে মাঝেই নিরুদ্দেশ হয়ে যেতে আমার খুব মজা লাগে।

ঘুরতে যাওয়ার জন্য কোন বিশেষ স্হান?
আমি দেশের ভেতর ঘুরতেই বেশী পছন্দ করি। আমার একটা ইচ্ছা আছে, যতদিন আমার দেশটাকে পুরোপুরিভাবে ঘুরে দেখতে না পারবো, ততদিন বিদেশে ঘুরতে যাবো না। আগে নিজের দেশ তারপর বিদেশে ঘুরতে যাবো।

ফরিদ আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট
বিডি ট্রাভেল নিউজ ডট কম

Related Post