বাংলাদেশ পর্যটন সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের বহির্মুখী ট্যুরিজম খুব দ্রুত উন্নয়ন করলেও অভ্যন্তরীণ ট্যুরিজমের উন্নয়নের ধারা খুব শীতল। বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কথোপকথন হয়েছে এ্যামেজিং ট্যুরস বিডি এর সি.ই.ও মোহাম্মদ মহসীন ইকবালের সাথে।
এ্যামেজিং ট্যুরস বিডির সূচনা হয় ২০০৯ সালে। সূচনার শুরু থেকেই এ্যামেজিং ট্যুরস বিডি বিশ্বস্ততার সাথে কাজ করে চলেছে। এ কোম্পানির লক্ষ্য হচ্ছে পর্যটক ও ভ্রমণকারীদের চাহিদা অনুযায়ী সবথেকে ভালো সার্ভিস প্রদান করা, তার সাথে বাংলাদেশের ট্যুরিজমের প্রচার করা। বাংলাদেশের বহির্মুখী ও অভ্যন্তরীণ ট্যুরিজম, এ দু’ ক্ষেত্রেই এ্যামেজিং ট্যুরস বিডি সমানভাবে কাজ করে চলেছে।
এ্যামেজিং ট্যুরস বিডি এর সি.ই.ও মোহাম্মদ মহসীন ইকবাল বলেন, “বাংলাদেশ সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন এবং এ্যামেজিং ট্যুরস বিডি সকল ক্ষেত্রেই সরকারের সহায়ক হিসেবে কাজ করে চলেছে।”
সম্প্রতি বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারের উদ্যোগে বিদেশে একটি মেলার আয়োজন করা হয়েছে যেখানে এ্যামেজিং ট্যুরস বিডিও অংশগ্রহণ করেছে। মহসীন ইকবাল বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বেশি বেশি করে প্রচার চালাতে হবে, নিজেদের দেশকে তুলে ধরতে হবে। বিদেশের মাটিতে বেশি বেশি মেলার আয়োজন করে সেখানে দেশের প্রচারণা চালাতে হবে।”
বর্তমানে প্রচার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা সর্ব উপরে। প্রচার মাধ্যম হিসেবে টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন এসকল মিডিয়াতে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারের উদ্দেশ্যে বাড়তি উদ্যোগ নেয়া যেতে পারে বলে মনে করেন মহসীন ইকবাল।
ঈদের সময়ের কক্সবাজারের সবথেকে আলোচিত প্যাকেজ নিয়ে এসেছে এ্যামেজিং ট্যুরস বিডি। তিন রাত ও তিন দিনের এ প্যাকেজে ভ্রমণকারীরা থাকছে কক্সবাজারের তিন তারা বিশিষ্ট হোটেলে যেখানে দুই দিন তারা কক্সবাজারে থাকবে। প্যাকেজের অন্তর্ভুক্ত থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকার যাওয়া আসা, খাবার ও সাইট ভ্রমণের ব্যবস্থা। এ প্যাকেজের জন্য জন প্রতি খরচ লাগছে ১০০০০ টাকা।
ইন্ডিয়া, থাইল্যান্ড তার সাথে বাংলাদেশের বান্দরবন ও কক্সবাজারের প্যাকেজের জন্য এ্যামেজিং ট্যুরস বিডি ভালো প্রশংসিত।
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের পথে এ্যামেজিং ট্যুরস বিডি বাংলাদেশের অভ্যন্তরীণ ও বহির্মুখী পর্যটনে সমানভাবে কাজ করে চলেছে।
যে কোন ধরনের প্যাকেজের জন্য যোগাযোগ করতে পারেন এ্যামেজিং ট্যুরস বিডি এর http://www.amazingtoursbd.com এ ওয়েভসাইটে।
নাজমুল হাসান, সহযোগী সহকারী সম্পাদক
বিডিট্রাভেলনিউজ.কম