বিমানসংস্থা ইন্ডিগো ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে

Jul-21, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

ভারতের রাষ্ট্রীয় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছিল কর্মীদের একাংশকে ৫ বছরের জন্য ছুটিতে পাঠানোর কথা।

অন্যদিকে , ইন্ডিগো জানিয়ে দিল তারা সংস্থার ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে।


এই ঘোষণার পর থেকেই ফের একবার করোনার ধাক্কা ঘিরে চাকরির বাজারে ত্রাস ছড়াতে শুরু করেছে।


এদিন ইন্ডিগোর তরফে সিইও রণজয় দত্ত জানিয়েছেন, ‘এখন যেখানে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, তাতে এই অর্থনৈতিক ঝড়ের মধ্যে দিয়ে আমাদের সংস্থার পক্ষে চলা দুঃসাধ্য কোনও আত্মত্যাগ না করে। ‘, এরপরই তিনি জানান, ব্যবসা চালু রাখতে এই সিদ্ধান্ত নিতে সংস্থা বাধ্য হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া কর্মী ছাঁটাইের কথা ঘোষণা না করলেও, বিনা বেতনে ৫ বছরের ছুটির কথা জানিয়েছিল। যা নিয়ে সরব হয়েছে ভারতের তৃণমূল কংগ্রেস। করোনা পর্বের আগে থেকেই অলাভজনক সংস্থা হিসাবে এয়ার ইন্ডিয়া চিহ্নিত হয়েছে। আর করোনার প্রবল আর্থিক সংহারে আপাতত বিরাকে একের পর এক বিমান সংস্থা কঠিন সিদ্দান্ত নিচ্ছে।

Related Post