উড়োজাহাজের জ্বালানির দাম বাড়িয়েছে বিপিসি

Jul-22, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিমানের খবর

উড়োজাহাজের জ্বালানি হিসেবে ব্যবহূত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সম্প্রতি বিপিসির এক সভায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানির দাম পুনর্নির্ধারণের এ সিদ্ধান্ত হয়।

বিপিসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৪৫ থেকে শূন্য দশমিক ৪৬ ডলার করা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে চারটি বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রতি লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে জ্বালানিটির দাম। আগে দেশের অভ্যন্তরে ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল ৫০ টাকা, বর্তমানে তা বাড়িয়ে ৫১ টাকা করা হয়েছে। এখন থেকে চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও কক্সবাজারে ফ্লাইটের জন্য এ মূল্য দিয়ে জ্বালানি কিনতে হবে এয়ারলাইনসগুলোকে।

রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাটি বলছে, পার্শ্ববর্তী দেশগুলোর আটটি বিমানবন্দরের গড় বিক্রয় দাম, আন্তর্জাতক বাজারমূল্য ও পার্শ্ববর্তী দেশ ভারতে আইওসিএল কর্তৃক প্রকাশিত বিক্রয়মূল্য বিবেচনা করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জেট-এ-১ জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিপিসির এক কর্মকর্তা  বলেন, প্রতি মাসে মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভা হয়। ১৪ জুলাই কমিটি সেই সভায় মূল্য খুবই সামান্য পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিপিসির ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে এ বাড়তি দাম কার্যকর হবে।

উল্লেখ্য, ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলংকাসহ মোট আটটি বিমানবন্দরে জেট ফুয়েলের লিটারপ্রতি বিক্রয়মূল্য শূন্য দশমিক ৪৮ মার্কিন ডলার। অন্যদিকে কলকাতায় চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বিক্রয়মূল্য (শুল্কমুক্ত) শূন্য দশমিক ৪৬ ডলার (লিটারপ্রতি) করা হয়েছে। সেখানে বিপিসির জেট ফুয়েল লিটারপ্রতি বর্তমানে বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৪৫ ডলারে।

Related Post