যুক্তরাষ্ট্রের কাগজপত্রহীন ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা, আইসিই

Mar-02, 2014 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক এ্যাম্বেসীর খবর

যুক্তরাষ্ট্র থেকে কাগজপত্রহীন ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে  আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের বিভিন্ন আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতাকেই সমর্থন দিয়েছে ওবামা প্রশাসন।কাগজপত্রহীন অভিবাসীদের  বহিষ্কারে  ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) দায়িত্ব পালন করছে।

২০০১ সাল এর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হওয়ার পরই কার্যত কাগজপত্রহীন অভিবাসীদের তাড়াতে নতুন উদ্যোগ শুরু হয়।

উল্লেখ্য, প্রশাসনের বহিষ্কারের নীতি কঠোরতর করা হয়েছে পর্যায়ক্রমমে। শুরুতে অবৈধ উপায়ে থেকে যাওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা অপরাধী, কেবল তাঁদেরই বহিষ্কার করা হতো। পরবর্তী সময়ে, যাতে অনেক বেশি আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে বিভিন্ন অজুহাতে অপরাধী দেখানো যায় তেমন করে নতুন আইনের সংস্কার করা হয়েছে।

ওবামার ডেমোক্রেটিক দলীয় সরকার আইনের সংস্কার এমনভাবে করেছে, যাতে অপরাধ করার বহু বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে দোষী দেখানো সম্ভব হয়। আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের তাড়িয়ে দিলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে এটা যেমন সত্য, তেমনি বিতাড়ণ যে সঠিক উপায়ে হচ্ছে না, সে ব্যাপারেও সবাই একমত।

Related Post