লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিহত

Sep-12, 2012 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক এ্যাম্বেসীর খবর

লিবিয়ার কায়রোতে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস নিহত হয়েছেন।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলার ভবন থেকে বেরিয়ে গাড়িতে করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে তিনি এই হামলার শিকার হন বলে লিবিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

রাষ্ট্রদূতকে বহনকারী গাড়িতে এই রকেট হামলায় যুক্তরাষ্ট্রের আরো তিন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানান তিনি।

এর আগে হযরত মোহাম্মদকে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওই কনস্যুলার ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তাতেও দূতাবাসের এক কর্মকর্তা নিহত হন।

এরফলে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন তাদের নিরাপত্তা হুমকির মুখে। যুক্তরাষ্ট্র সরকার খুব শীঘ্রই তাদের সরিয়ে নেয়ার ব্যাবস্থা করছে।

 

Related Post