যুক্তরাষ্ট্রের আদালতে দেবযানীর বিরুদ্ধে মামলা খারিজ

Mar-13, 2014 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক এ্যাম্বেসীর খবর

যুক্তরাষ্ট্রের আদালত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন। বুধবার দেশটির একটি কেন্দ্রীয় আদালত তার বিরুদ্ধে দায়ের হওয়া সব ফৌজদারি মামলা খারিজ করে দেন বলে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।

এদিকে আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের আইনজীবী।

আদালতের এই আদেশের পর যুক্তরাষ্ট্র সরকার নতুন করে দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির দফতর এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

গত বছর ১২ ডিসেম্বর গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে মিথ্যা তথ্য দেয়া এবং তাকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের তৎকালীন ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পান তিনি।

ভারত দেবযানীর কূটনৈতিক দায়মুক্তি বা ছাড়ের দাবি পরিত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র সরকার।

গত ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন দেবযানী খোবরাগাড়ে।

Related Post